তৃণমূল বিএনপির চেয়ারপার্সনের জামানত বাজেয়াপ্ত

Estimated read time 1 min read
Ad1

‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত পাওয়া তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী হঠাৎ করেই আলোচনায় এসেছিলেন। ঢাকঢোল পিটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীও দিয়েছিল তার নেতৃত্বাধীন দলটি।

তার দলের প্রার্থীদের মধ্যে কোথাও কেউ তো পাস করেনি উলটো জামানত হারিয়েছেন অনেকেই। এই তালিকায় বাদ যাননি শমসের মবিন চৌধুরীও। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে তার।

রোববার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায় সিলেট-৬ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৭ হাজার ৭৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের পান ৩৯ হাজার ৪৮৮টি ভোট। আর শমসের মবিন চৌধুরী ১০ হাজার ৯৩৬ ভোট পেয়ে তৃতীয় হন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে তৃণমূল বিএনপির চেয়ারপার্সন দলীয় প্রতীক সোনালী আঁশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে যে ভোট পান তা জামানত রক্ষায় পর্যাপ্ত নয়।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, জামানত রক্ষায় প্রার্থীদের মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়। শমসের মবিনের জামানত রক্ষায় প্রয়োজন ছিল ১৪ হাজার ৫৮৭ ভোট। আর শমসের মবিন চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৯৩৬ ভোট। তাই তার জামানত বাজেয়াপ্ত হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours