মিরসরাইয়ে করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন

Estimated read time 0 min read
Ad1

সাদমান সময়, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন করোনা টিকা গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বাধন করা হয়।

এদিকে চট্টগ্রামে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনার টিকা গ্রহণ করেন মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। পরে একে একে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণ করেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. সুুমন ঘোষ কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, , অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য প্রদেশ কুমার বড়ুয়া, গৃহিণী রিংকু বড়ুয়া প্রমুখ।

টিকা কার্যক্রমের পরিচালনা করেছেন দুইটি টিকাদান টিমের ৪ জন কর্মী ও চট্টগ্রামের যুব রেড ক্রিসেন্ট মুক্ত দলের সদস্য ৮ জন স্বেচ্ছাসেবক।

করোনা টিকা নেওয়া গৃহিণী রিংকু বড়ুয়া জানান, আমার পরিবারের সবার সুরক্ষার জন্য আমি টিকা নিয়েছি। আমার স্বামী, দেবর এবং আমি টিকা নিয়ে আমরা সবাই সুস্থ আছি।

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম জানান, আমি করোনা ভ্যাকসিন গ্রহণ করেছি। আমি মনে করি এটি নিজেকে সুরক্ষিত রাখার জন্য এবং আমাদের সমাজকে সুরক্ষিত রাখার জন্য সকলে ভ্যাকসিন গ্রহণ করা উচিত। এটি কোনো আতঙ্কিত হওয়ার বিষয় না।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, হাসপাতালের পৃথক দুটি বুথে ১৭১ জনকে টিকা দেওয়া হবে। তাদের মধ্যে রাজনৈতিক ব্যক্তি, চিকিৎসক এবং সাধারণ লোকজন রয়েছেন। এর আগে সকাল ১০টায় রাজধানীর মহাখালী স্বাস্থ্যভবনে ভার্চুয়ালি দেশব্যাপি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

মেডিক্যাল টেকনোলজী ইপিআই কর্মকতা মো. কবির হোসেন বলেন, মিরসরাই উপজেলার জন্য আমরা সর্বমোট টিকার ভায়াল পেয়েছি ২ হাজার ৩শ ৯০টি। প্রতিটি ভায়ালে ১০ জন করে ২৩ হাজার ৯০০ জনের জন্য টিকার ডোজ এসেছে। গতকাল বিকাল পর্যন্ত আমাদের নিবন্ধন হয়েছে ৪৯৪ জন, যার মধ্যে ১৭১ জনকে এসএমএস পাঠানো হয়েছে।

মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে উন্নত দেশের তুলনায় আমরা আগে ভ্যাকসিন পেয়েছি। সাধারণ মানুষের মাঝে বিভিন্নভাবে বিভ্রান্ত ছড়িয়ে এটার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মহামারি থেকে বাচতে হলে করোনা ভ্যাকসিন নিতে হবে। আপনি সুরক্ষা থাকুন, দেশকে সুরক্ষা করুন।

এসময় টিকা কার্যক্রমে উদ্বোধনে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকতা মো. মিনহাজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার রেজাউল করিম, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন সহ হাসাপাতালের বিভিন্ন ডাক্তার ও নার্স।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours