বিপিএলে এক টিকিটে দেখা যাবে দুই ম্যাচ

Estimated read time 1 min read
Ad1

আর মাত্র তিন দিন পর শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

আজ (১৯ জানুয়ারি) শুরু হওয়া এই আসরের প্রতিদিনই থাকছে দুটি করে ম্যাচ। ক্রিকেট ভক্তদের জন্য সুখবর হলো মাত্র ২০০ টাকায় টিকেট কেটে দেখা যাবে দুটি ম্যাচই।

শুক্রবার শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজি আসরে মাঠের খেলা ছাড়াও আরও বিবিধ আকর্ষণ রাখা হবে দর্শকদের জন্য। আর যা উপভোগ করতে বিভিন্ন ক্যাটাগরির টিকেট কেনার সুযোগ থাকছে দর্শকদের সামনে। সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা রাখা হয়েছে বিপিএলের টিকেটের মূল্য।

সোমবার (১৫ জানুয়ারি) বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে, পাঁচ ক্যাটাগরির টিকেট মূল্য তালিকা প্রকাশ করে। যেখানে গ্র্যান্ড স্ট্যান্ড (খেলোয়াড়দের ড্রেসিংরুম সংলগ্ন) টিকেটের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ আড়াই হাজার টাকা। ভিআইপি স্ট্যান্ড ১ হাজার ৫০০, ক্লাব হাউস ৮০০, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৪০০ এবং পূর্ব গ্যালারির টিকেট কেনা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকেই টিকিট বিক্রি শুরু হবে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টিকেট বিক্রি হবে। তবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিনও টিকিট পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours