কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়েছে ‘ইনস্টিটিউট ফর রিসার্চ অন পোভার্টি’ নামের একটি এনজিও। এতে উপজেলার দুই থেকে আড়াই শতাধিক গ্রাহকের মাথায় হাত পড়েছে।
এ ঘটনায় সোমবার (১৫ জানুয়ারি) সকালে ওই এনজিওর অফিসের সামনে ভিড় করেন প্রতারণার শিকার ভুক্তভোগী উদ্বিগ্ন শতাধিক গ্রাহক। পরে গ্রাহকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক ও থানায় একটি লিখিত অভিযোগ করেন।
জানা যায়, গত ৩ জানুয়ারি উপজেলার সদর এলাকার আবুল কাশেম মুহুরির বাসা ভাড়া নেয় ইনস্টিটিউট ফর রিসার্চ অন পোভার্টি নামের একটি এনজিও। ওই ভাড়া বাসায় অফিস চালু করে দাপ্তরিক কাজ শুরু করেন এনজিওর সংশ্লিষ্ট কর্মীরা। এরপর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পুরোদমে কাজ শুরু করেন তারা।
সোমবার (১৫ জানুয়ারি) গ্রাহকদের ঋণ দেওয়ার কথা ছিল। ঋণ নিতে নির্ধারিত তারিখে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশত গ্রাহক এসে এনজিওর অফিস তালাবদ্ধ পায়। এ সময় ক্ষুব্ধ গ্রাহকরা উদ্বিগ্ন হয়ে হট্টগোল শুরু করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিকভাবে ও থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন।
আরও জানা যায়, ঋণ প্রদানের ফাঁদে ফেলে এরই মধ্যে এনজিওটি উপজেলার বিভিন্ন এলাকার সহজসরল মানুষের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এনজিও কর্মীরা ঋণের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে ১০ শতাংশ সঞ্চয়ের নামে হাতিয়ে নেয় বেশ পরিমাণ টাকা। ভুক্তভোগীরা জানান, আমরা খেটে-খাওয়া মানুষ। তাদের প্রলোভনে পড়ে আমরা প্রায় নিঃস্ব হয়ে গেলাম। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম আজহারুল ইসলাম বলেন, একটি ভুয়া এনজিও গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি ভুক্তভোগী কিছু গ্রাহকের কাছ থেকে শুনতে পেয়েছি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours