
জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে উগান্ডা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৭ জানুয়ারি) তিনি উগান্ডার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন।
১৯তম ন্যাম শীর্ষ সম্মেলন এবার উগান্ডায় শুরু হয়েছে। ১৫-২০ জানুয়ারি কাম্পালায় আয়োজিত এই সম্মেলনে ১২০টি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা যোগ দিচ্ছেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর উগান্ডা দিয়েই ড. হাছান মাহমুদের প্রথম বিদেশ সফর শুরু হচ্ছে। তবে পররাষ্ট্রমন্ত্রী প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর তাকে সেদেশে সফরের জন্য ইতোমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন। উভয় পক্ষের সুবিধাজনক সময়ে এই সফর আয়োজিত হবে।
১৮তম ন্যাম শীর্ষ সম্মেলন হয়েছিল ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে। ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours