এ.কে.এম আবিউল হক ফাউন্ডেশন কর্তৃক শীতবস্ত্র বিতরণ

Estimated read time 1 min read
Ad1

আবদুল হান্নান হীরা : চট্টগ্রাম ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এস.এম আল মামুন বলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডটি পাহাড় ঘেরা নান্দনিক ওয়ার্ড।

এই ওয়ার্ডটি উঁচু-নিঁচু এলাকা হওয়ায় ওয়াসার পানি সরবরাহ বিঘœ ঘটে। তাই এই এলাকায় সুপেয় পানির অভাব দীর্ঘদিনের পানির সমস্যা নিরসনে অল্প সময়ের মধ্যে এলাকা চিহ্নিত করে গভীর নলকুপ স্থাপন করা হবে।

পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ভূমিহীন জনগোষ্ঠী পাহাড়ের পাদদেশে বসবাস করছে ঐ সকল পরিবার গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পূনর্বাসনের জন্য দ্বাদশ সংসদের ১ম অধিবেশন আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হবে ঐ অধিবেশনে মানবতার মা, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে তুলে ধরা হবে।

আমার বাবা মরহুম এবিএম আবুল কাশেম মাষ্টার ২বার এই আসনে সংসদ হিসেবে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ওনারি রক্ত আমার শরীরে বহমান, আমিও আমার বাবার অসম্পূর্ণ কাজ গুলো সম্পন্ন করার জন্য চেষ্টা করে যাব। এই ওয়ার্ডের ২ বারের নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব মোঃ জহুরুল আলম জসিম, মানব কল্যাণে নানা কাজ করে ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন, জহুরুল আলম জসিমের সকল মানবিক কাজে আমার আন্তরিক সহযোগিতা থাকবে শতভাগ।

অদ্য ১৯ জানুয়ারী বিকাল ৫টায় ফিরোজশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ.কে.এম আবিউল হক ফাউন্ডেশন কর্তৃক ১৫০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর আলহাজ্ব মোঃ জহুরুল আলম জসিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম রব্বানী, আওয়ামী লীগ নেতা ইলিয়াছ খাঁন, মহিউদ্দিন আহমেদ, বঙ্গমাতা বেগম ফজিলাতুনেছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল বাচ্চু, সি-ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বি-ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির নয়ন, মোঃ জসিম উদ্দিন আরজু, হারুন গফুর ভূইয়া, আলী আহমেদ, শামীম আহমেদ সুমন, মোঃ আবু নোমান নাহিদ, আনিছ চৌধুরী রাজন, যাচমা বেগম, দ্বীপ্তি রানী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours