পল্লীকবি জসীমউদ্দীনের জন্মদিন উপলক্ষে কবি সংসদ বাংলাদেশ আয়োজন করে ৩৯২তম মাসিক সাহিত্য সভায় কবি জসীমউদ্দীন কবিতা সন্ধ্যা।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল পাঁচটায় পল্লীকবি জসিম উদ্দিনের বাড়িতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম উদ্বোধনী বক্তব্য রাখেন।
প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক এর স্বাগত বক্তব্যে প্রধান অতিথি প্রফেসার কবি মাসুদা তোফা, প্রধান আলোচক কবি জসীমউদ্দীনের ছোট ছেলে খুরশিদ আনোয়ার জসীম উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক প্রকাশক কবি অশোক ধর, বঙ্গবন্ধু গবেষক রফিক মাতবর, কবি সংসদ বাংলাদেশের সহ-সভাপতি কবি ফাতেমা হক, কবি সংসদ বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক কবি ও বাচিক শিল্পী রেনু আহমেদ, কবি ইউসুফ রেজা, বীর মুক্তিযোদ্ধাআইনুদ্দিন আহমেদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল হোসেন, গীতিকার রবিউল হাসান, নাট্যকার হাবিবুল্লাহ রিপন, কবিতা পাঠ করেন কবি ফারজানা ভূঁইয়া, কবি নাদিরা খানম, কবি মাফিয়া আক্তার, কবি রুবেল আহমেদ, কবি জান্নাতুল ফেরদৌস, কবি মইনুল ইসলাম টিপু,কবি হোসনেয়ারা হিরা, কবি গোলাম মোস্তফা সিদ্দিকী, কবি মুজিবুর রহমান বকুল, কবি ও সংগঠক ওয়াহিদুর রহমান, বাচিক শিল্পী মরিয়ম সাথী, মোঃ শফিউল্লাহ, কবি সেতু পারভেজ, সাংবাদিক নাজমুল হাসান মিলন,সাংবাদিক লিজা, সভাপতি ছিলেন কবি ও কথা সাহিত্যিক হালিমা বেগম।
+ There are no comments
Add yours