এক দিনের ব্যবধানে ঢাকায় তাপমাত্রা কমেছে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকায় ১১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা এ মৌসুমের সর্বনিম্ন রেকর্ড।
এদিকে তাপমাত্রা কমে যাওয়ার সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে, আগের দিন ঢাকায় ১২.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে আবহাওয়া আবহাওয়া শুষ্ক থাকতে পারে, একই সাথে এ সময় হালকা থেকে মাঝারি ধরনের কুশায়া থাকতে পারে।
উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫-১০ কি.মি বেগে বাতাশ প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকবে।
+ There are no comments
Add yours