হাটহাজারীতে যৌতুকের জন্য গৃহবধূ নির্যাতনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদনহাটের গাজীপাড়া ওয়ালিদ মাঝির বাড়ীতে যৌতুকের দাবীতে গৃহবধু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় মধ্যম মার্দাশা নিবাসী মরহুম আবদুল কুদ্দুসের মেয়ে জান্নাতুল কাউছারের সাথে দুই হাজার ষোল সালে, মদনহাট নিবাসী মাওলানা নুরুল হুদা জুনায়েদ এর বিয়ে হয়।
এর পর পরই শশুড় পুত্রবধুের কাছে নিজে ব্যবসা করার জন্য পাঁচ লাখ টাকা দাবী করে। তিনি শান্তির আসায় দুই লাখ টাকা ভাইদের কাছ থেকে এনে দেন।কিন্তু বছর না যেতেই আবার তিন লাখ টাকা দাবী করেন। এবার আর টাকা দিতে না পারলে শশুর শাশুড়ি, স্বামী, মিলে চরম নির্যাতন শুরু করে। এদিকে তার অবস্থা চরম অবনতি হলে তাকে পুলিশের সহযোগীতায় উদ্ধার করে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে স্ত্রী বাদী হয়ে তিনজনের নামে মামলা দায়ের করেন। জান্নাতুল কাউছারের ভাই মঈনুল আলম প্রতিবেদককে বলেন বিয়ের পর হতে মৌলভী নামের এই পিশাচ শ্বশুড়, শ্বাশুড়ি, আমার বোন কে চরম নির্যাতন করে আসছে। আমরা বোনের সুখের জন্য এতদিন অনেক সহ্য করেছি।
এই ব্যাপারে জানার জন্য অভিযুক্ত জোনায়েদ ও তার পিতাকে ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
+ There are no comments
Add yours