দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ট্রান্সজেন্ডার সম্প্রদায় থেকে একজনকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীদের সংগঠন বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্ক (বিপিএসএন)।
সোমবার (২৯ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিপিএসএনের আহ্বায়ক অধ্যাপক হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমেদ ওই বিবৃতিতে বলেন, সংবিধানের অনুচ্ছেদ ২৭ এবং ২৮-এর বিধানমতে সব নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।
সে বিবেচনা থেকে বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে, ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে একজন প্রতিনিধিকে সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হোক।
বিবৃতিতে বলা হয়, এতে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে বিশ্বাস করে বিপিএসএন। সর্বশেষ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে একজন ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রার্থী আনোয়ারা ইসলাম রানী প্রায় ২৪ হাজার ভোট পান। তাই বিপিএসএনের অনুরোধ, এই প্রার্থীকেই ওই সম্প্রদায় থেকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত করা হোক।
+ There are no comments
Add yours