সরকার জুয়েলারি শিল্পের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে অর্থমন্ত্রীর নিজ বাস ভবনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, স্বর্ণের অলংকার রপ্তানির নতুন দিগন্ত উম্মোচনে সরকার সব ধরনের নীতি সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করবে। এছাড়া জুয়েলারি শিল্পের যেসব সমস্যা ও সম্ভাবনা আছে তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে অর্থ মন্ত্রণালয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে বাজুস নেতারা বলেন, আমাদের দেশে জুয়েলারি খাতে উচ্চহারে ভ্যাট আরোপিত হওয়ার ফলে ক্রেতাসাধারণ ভ্যাট প্রদানে অনীহা প্রকাশ করছে।
ক্রেতাসাধারণকে ভ্যাট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে স্বর্ণালংকার বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট হার ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশে নামিয়ে আনা দরকার।
+ There are no comments
Add yours