অনুমোদনহীন ৮০ কার্টুন বিস্কুট নদীতে

Estimated read time 1 min read
Ad1

কর্ণফুলী উপজেলায় বিস্কুট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৮০টি বিস্কুটের কার্টুন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী’র নেতৃত্বে এবং বিএসটিআইয়ের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চরপাথরঘাটা ইউনিয়নের মইজ্জ্যারটেক এলাকার এ্যালিগেন্ট ফুড নামক ওই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বিস্কুট তৈরি করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আসিফ (৩২) এর উপস্থিতিতে ৮০ কার্টুন বিস্কুট জব্দ করা হয়।

একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়। পরে জব্দ বিস্কুটগুলো কর্ণফুলী নদীতে ফেলে ধ্বংস করা হয়।  একই দিনে ২০১৮ সনের ৩২ (১) ধারা মতে ওজন পরিমাপ মানদণ্ড আইনে মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ নামক রড সিমেন্টের দোকানকে ২০ হাজার টাকা ও শাহ আমানত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অংশ বিএসটিআই এর চট্টগ্রাম সিএম পরিদর্শক ফারহানা জাহান পারুল, প্রকৌশলী জিল্লুর রহমান ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours