খাল উদ্ধারে ফের মাঠে নামছে ডিএনসিসি

Estimated read time 1 min read
Ad1

রাজধানীর জলাবদ্ধতা নিরসন, খালের সৌন্দর্য ফিরিয়ে আনতে ফের খাল উদ্ধারে নামছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

এরই ধারাবাহিকতায় বুধবার (৩১ জানুয়ারি) থেকে মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কারের উদ্যোগে কাজ করবে সংস্থাটি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন বলেন, মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কারের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ থেকে এই কাজ শুরু করছে ডিএনসিসি। আজকের কর্মসূচিতে উপস্থিত থেকে খালের অবৈধ দখল উচ্ছেদ কর্মসূচিতে অংশ নেবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনে চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে ডিএনসিসি লেক মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ রেখেছে পাঁচ কোটি টাকা, ড্রেন ক্লিনিং খাতে রাখা হয়েছে পাঁচ কোটি টাকা, খাল পরিষ্কারেও সংস্থাটি ব্যয় করবে পাঁচ কোটি টাকা। এছাড়া পাম্প হাউসের যন্ত্রপাতি আধুনিকীকরণ, উন্নয়ন ও ক্রয়বাবদ বরাদ্দ রাখা হয়েছে ২৫ কোটি টাকা।

ডিএনসিসি এলাকায় জলাবদ্ধতা নিরসনে স্বল্পমেয়াদি পরিকল্পনা হিসেবে মগবাজার, মধুবাগ, কারওয়ান বাজার, উত্তরা-১ নম্বর সেক্টরসহ এয়ারপোর্ট রোড এবং বনানী রেলগেট থেকে কাকলী মোড় পর্যন্ত ড্রেন নির্মাণ ও পাইপলাইন স্থাপন করা হচ্ছে। এছাড়া ইব্রাহিমপুর খাল, কল্যাণপুর খাল, লাউতলা, সিভিল এভিয়েশন, বাইশটেক,বাউনিয়া খাল, রূপনগর, আব্দুল্লাহপুর খিজির খালের অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে বলে দাবি উত্তর সিটির।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours