আগামী ৯ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং আটটি পৌরসভায় নির্বাচনকে সামনে রেখে এসব এলাকায় নতুন ধরনের কোনো প্রকার অনুদান/ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব এম. মাজহারুল ইসলাম এ সংক্রান্ত একটি নির্দেশনা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে পাঠিয়েছেন।
চিঠিতে জানানো হয়, আগামী ৯ মার্চ অনুষ্ঠেয় ময়মনসিংহ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্য পদ এবং তিনটি পৌরসভার (পটুয়াখালী পৌরসভা, বকশীগঞ্জ পৌরসভা, আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচন ও পাঁচটি পৌরসভার মেয়রের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনগুলো প্রভাবমুক্ত রাখা এবং আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নতুন ধরনের কোনো প্রকার অনুদান/ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা যাবে না। তবে যেসব ত্রাণ কার্যক্রম আগে হতে পরিচালিত হচ্ছে, তা চালু থাকবে।
+ There are no comments
Add yours