শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। গ্রিড উপকেন্দ্রের সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে পিজিসিবি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২ ফেব্রুয়ারি) জিএমডি-ঈশ্বরদীর আওতাধীন ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ১৩২ কেভি মেইন বাসবার ও ১৩২ কেভি বাঘাবাড়ি-ভাঙ্গুড়া সার্কিট-১ এর বার্ষিক শিডিউল সংরক্ষণ কাজ সম্পন্ন করা হবে।
আরও বলা হয়, সংরক্ষণ কাজের জন্য ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৩২ কেভি ও ৩৩ কেভি বাসবারে কোনো পাওয়ার থাকবে না। ফলে ওই সময়ে ভাঙ্গুড়া থানা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি- ১ নিয়ন্ত্রিত অঞ্চলে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
+ There are no comments
Add yours