মালদ্বীপের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) তিনটি মাছ ধরার নৌকায় করে ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যরা কেন ঢুকেছে সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে এ ঘটনার ব্যাখ্যা চেয়েছে মোহামেদ মুইজ্জুর সরকার। গত বুধবার ভারতের সশস্ত্র কিছু সদস্য মালদ্বীপের জলসীমায় প্রবেশ করে।
তারা ইইজেড ভেতরে মাছ ধরার কাজে নিয়োজিত মালদ্বীপের একটি নৌকা আটক করে। দেশটির হা আলিফু অ্যাটল থেকে ৭২ নটিক্যাল মাইল উত্তর-পূর্বের ধিধধু এলাকায় ঘটনাটি ঘটে।
মালদ্বীপের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সরকার ভারতের কাছে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে পরে ব্যাখ্যা করা হবে।
প্রথমে ভারত থেকে আসা সেনাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তবে মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় তারা ভারতের সম্পৃক্ততার বিষয়টি শনাক্ত করেছে।
নৌকায় যারা এসেছিলেন তারা সবাই ইন্ডিয়ান কোস্টগার্ড শিপ ২৪৬ ও ইন্ডিয়ান কোস্টাগার্ড শিপ ২৫৩ জাহাজের সদস্য। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মালদ্বীপের নৌকায় চড়েছেন বলে অভিযোগ করে মন্ত্রণালয়।
+ There are no comments
Add yours