মিলটন ওয়াদাদার কক্সবাজার সদর
কক্সবাজার জেলা সদরের মধ্যম কলাতলী ঝরঝরিকুয়া এলাকার শুক্রবার (১২ফেব্রুয়ারী)
রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে নাহিদা বেগমের বসতঘর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল শনিবার ভোরে এ খবর জানিয়েছেন।
নাহিদা বেগম নামের গৃহিণী দীর্ঘদিন ধরে এলাকায় ঘরে বসে কৌশলে মাদক কারবার চালিয়ে যাচ্ছিল।এই সংবাদে পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে বিশেষ টিম নিয়ে অভিযান চালায়।অভিযানকালে রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় গাঁজার মালিক নাহিদা বেগম (২৮)। এসময় তার ঘর থেকে স্কচ টেপ ও পলিকাগজ মোড়ানো ২টি প্যাকেট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে নাহিদা বেগমকে পলাতক আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে-২০১৮সনের ৩৬(১)সারনীর ১৯(ক) ধারায় কক্সবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন,এ মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
+ There are no comments
Add yours