জামালপুরে চল্লিশ দিনব্যাপী কুটির শিল্প মেলা-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেনের সভাপতিত্বে ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।
উদ্বোধকের বক্তব্য রাখেন ও মেলা উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সহকারী পুলিশ সুপার অভিজিত দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, পৌরসভার কাউন্সিল বিজু আহাম্মেদ, মেসার্স রহিম কালেকশন এর স্বত্বাধিকারী আব্দুল রহিম অপু প্রমুখ।
মেলায় কুটির শিল্পের নানাধরণের পণ্যের সমাহার নিয়ে বিভিন্ন স্টল স্থান পেয়েছে। এছাড়াও শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, ট্রেনগাড়ি, দোলনাসহ বড়দের জন্যও বিনোদনের ব্যবস্থা রয়েছে। জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও ঢাকার মেসার্স রহিম কালেকশনের তত্ত্বাবধানে চল্লিশ দিনব্যাপী এ কুটির শিল্প মেলা চলবে বলে জানান মেলা কর্তৃপক্ষ।
+ There are no comments
Add yours