থাইল্যান্ডের জাতীয় খেলা ‘মুয়ে থাই’কে বাংলাদেশে পরিচয় করিয়ে দিতে এবং এর জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে ঢাকায় প্রথমবারের মতো আন্তর্জাতিক মুয়ে থাই দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার গুলশানের ভ্যানকুইশ কমব্যাট জিমে এ দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।
এসময় তিনি বলেন, আমি বক্সিং এমএমএ, কিক বক্সিং, গ্রেফলিংসহ মার্শাল আর্ট অনেক দিন ধরে অনুশীলন করেছি। আমি মুয়ে থাই শেখা শুরু করলাম আসিফ মাহমুদের কাছে। আমি খুবই খুশি হয়েছি এমন মার্শাল আর্টের সঙ্গে যুক্ত হতে পেরে। আমি বলতে পারি, আসিফ মাহমুদের মতো এত ভালো কোচ কোথাও দেখিনি। আমি মুয়ে থাইয়ের সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ মুয়ে থাই ফেডারেশন, ভ্যানকুইশ কমব্যাট জিম ও আলটিমেট কমব্যাট স্টোর।
অনুষ্ঠানের আয়োজকরা মনে করছেন, ‘মুয়ে থাই’ দিবস উদযাপনের মাধ্যমে এই খেলাটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে এবং বাংলাদেশের খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সুযোগ তৈরি হবে।
+ There are no comments
Add yours