নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে মা-মেয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী।তিনি জানান, মঙ্গলবার রাতে এক জরুরি সভা ডেকে সবার সম্মতিতে সিদ্ধান্ত হয়, চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়েরকে চরজব্বর থানায় করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আবুল খায়ের নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত দলের সব পদ ও কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারকৃত আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বার (৫০) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামের বাসিন্দা। তিনি এ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের একটি বাড়িতে গিয়ে বসতঘরের সিঁধ কেটে এক নারী ও তার ১২ বছরের মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
+ There are no comments
Add yours