বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন যারা

Estimated read time 0 min read
Ad1

দেশের জুয়েলারি শিল্পের বিভিন্ন দিক নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) নবরাত্রি হলে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে বাজুস মিডিয়া ২০২৪ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অ্যাওয়ার্ড তুলে দেন জুরি বোর্ডের সদস্য ও প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আমরা রিপোর্টের মান বিষয়বস্তু খেয়াল রেখে বাছাই করেছি। স্বর্ণ কেবল গয়না নয়। একজন নারী যখন একটি গয়না কেনেন তার ভাবনায় থাকেন এটি বিপদে কাজে আসবে।

স্বর্ণের বড় মার্কেট তৈরি করতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) উদ্যোগ নিয়েছে। স্বর্ণের গয়নায় লেখা থাকবে ‘মেড ইন বাংলাদেশ’। আশা করা যায় যেভাবে বাজুস এগিয়ে যাচ্ছে খুব শিগগিরই তা সম্ভব।

বাজুস মিডিয়া অ্যাওয়ার্ডের তিন ক্যাটাগরিতে মোট ৯ সাংবাদিক পুরষ্কার পেয়েছেন। অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন একুশে পত্রিকা ডট কমের প্রধান প্রতিবেদক শরীফুল ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার এফ এম আব্দুর রহমান। তৃতীয় হয়েছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মো. আবু সাইদ।

টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন চ্যানেল টোয়েন্টিফোর এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শাহরিয়ার আরিফ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাংলাভিশনে স্টাফ রিপোর্টার ফখরুল আহমেদ বাবু। তৃতীয় স্থান অর্জন করেছেন গাজী টিভির রিপোর্টার তৌহিদুর রহমান।

পত্রিকা ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন দৈনিক জনকণ্ঠের বাণিজ্য সম্পাদক রহিম শেখ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন বিজনেস পোস্টের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করেছেন কালবেলা পত্রিকার বাণিজ্য সম্পাদক শাহ আলম খান।  

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours