দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের পুনরায় তফসিল ঘোষণা করেছে বাংলাদেশে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ওই আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসির সচিব মো. জাহাংগীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হকের মৃত্যুর কারণে ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। ফলে ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হয়।
জানা গেছে, নির্বাচনে চারজন প্রার্থী থাকলেও মূলত লড়াই হবে আওয়ামী লীগের প্রার্থী ও ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে এমনটিই মনে করছেন সাধারণ ভোটাররা। তবে প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ তাদের।
জেলার ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে নওগাঁ-২ আসন গঠিত। গত ২৯ ডিসেম্বর এই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এরপর আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
এরপর থেকেই প্রার্থী ও সমর্থকদের প্রচার প্রচারণার জমে উঠেছে নির্বাচনী লড়াই। শেষ মুহূর্তে প্রার্থী ও সমর্থকদের প্রচার প্রচারণার জমে উঠেছে নির্বাচনী লড়াই। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, পোস্টার ছিড়ে ফেলা, স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থক ও ভোটারদের নানা ধরনের ভয় ভিতি দেখানোর অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরা।
নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের মোট ভোটার তিন লাখ ৫৬ হাজার ১৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৭ হাজার ৫৭২ জন এবং নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ৫৫৯ জন।
+ There are no comments
Add yours