‘তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে নতুনের অংকুর’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে সপ্তাহব্যাপি বই মেলা শুরু হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীর শহীদ মিনার চত্বরে ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে ২৮তম বই মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নাট্যকার, লেখক ও সাহিত্যিক জাহিদুল ইসলাম জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, জেলা বি.এম.এ সাধারণ সম্পাদক ডা. লোকমান হাকিম, উলিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক স. ম আল মামুন সবুজ।
মেলার সমন্বয়কারী জিয়ন রায়হানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি পরিমল মজুমদার, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য জুলফিকার আলী সেনা প্রমূখ। সকল বক্তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এই বই মেলার উত্তরোত্তর কামনা করেন এবং সবাইকে বই পড়ার আহ্বান জানান।
+ There are no comments
Add yours