চট্টগ্রামে করোনা টিকার নিবন্ধন এক লাখ ১১ হাজার

Estimated read time 0 min read
Ad1

খবর বাংলা ডেস্ক

চট্টগ্রামে ছয় দিনে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৫৭ হাজার ৯০২ জন। এর মধ্যে গতকাল শনিবার এক দিনে সর্বোচ্চ ২০ হাজার ৯০৮ জন টিকা নিয়েছেন। তা ছাড়া করোনার টিকা গ্রহণের জন্য নিবন্ধনের সংখ্যাও এক লাখ ছাড়িয়েছে। এর মধ্যে গতকাল ৩৪ হাজার ৯৩২ জন নিবন্ধন করেছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল শনিবার চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ হাজার ৭২১ জন এবং নগরের বিভিন্ন টিকাদান কেন্দ্রগুলোতে ১১ হাজার ১৮৭ জন প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন।

এ নিয়ে নগরে ৩০ হাজার ৪৪০ জন এবং জেলায় ২৭ হাজার ৪৬২ জন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন।

এদিকে গত বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামে টিকার জন্য নিবন্ধন করেছিলেন ৭৬ হাজার ৬৮ জন। শনিবার তা বেড়ে এক লাখ ১১ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে জেলায় ৩০ হাজার ৪০৫ জন এবং নগরে ৮১ হাজার ৫০০ জন নিবন্ধন করেছেন। উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি প্রথম দিনে নগরে ৪২৩ জন এবং জেলায় ৬৬৭ জন করোনার টিকা গ্রহণ করেন।পিআইডি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours