বিসিবির নবম বোর্ড মিটিং আজ। বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এই মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। আর সেখানে প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে যোগ দেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিসিবির বোর্ড মিটিং শুরু হওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নির্বাচক প্যানেল ও জাতীয় দলের অধিনায়ক নির্বাচন নিয়ে আলোচনা হবে এ মিটিংয়ে।
এছাড়া শেখ হাসিনা স্টেডিয়ামের বিষয়েও এ বোর্ড মিটিংয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বিসিবির আওতায় খেলার মাঠ কেনার বিষয়ও থাকবে সেখানে। তবে সবকিছু ছাপিয়ে দুটি বিষয়ে নজর সবার।
অন্যদিকে নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকদের জায়গায় নতুন কেউ আসবেন নাকি তারাই থাকবেন, সেটি নিয়েও জল্পনা-কল্পনার কমতি নেই। বিভিন্ন মাধ্যম বলছে, এবার পরিবর্তন আসতে পারে নির্বাচক প্যানেলে। তবে বিসিবি বোর্ড মিটিংয়ের আগে এসব বিষয়ে কোনো বার্তা দেয়নি।
+ There are no comments
Add yours