প্রতীক ছাড়াও প্রচারের সুযোগ পাচ্ছেন প্রার্থীরা

Estimated read time 1 min read
Ad1

উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক ছাড়াও প্রার্থীদের প্রচারের সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনেরও উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

এমন সিদ্ধান্ত কার্যকর হলে প্রতীক ছাড়াও প্রচারের সুযোগ প্রথমবারের মতো সৃষ্টি হবে। তবে এই প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসংযোগের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। 

ইসি কর্মকর্তারা বলছেন, সবার জন্য সমান সুযোগ সৃষ্টির জন্য এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে। কেননা, যারা দলীয় প্রার্থী তাদের প্রতীক আগে থেকেই জানা থাকে। স্বতন্ত্র প্রার্থীরা সেটি থেকে বঞ্চিত হয়।

অন্যদিকে, অনেকেই রাজনীতি না করলেও নির্বাচনে প্রার্থী হন। এক্ষেত্রে প্রতীক বরাদ্দের পর প্রচার শুরু হলে নতুনদের পরিচিতি পেতেই অনেক সময় চলে যায়। এই বিষয়গুলো এড়াতে প্রতীক ছাড়াও যাতে প্রচার চালানো যায়, সে বিধান আনার কথা ভাবা হচ্ছে।

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার নেতৃত্বে গঠিত আইন সংশোধন কমিটির প্রস্তাব থেকে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালায় বিধি ৫ সংশোধন করার কথা ভাবা হচ্ছে। এতে বলা হয়েছে- প্রতীক বরাদ্দের আগে জনসংযোগ এবং ডিজিটাল মাধ্যমে নির্বাচনী প্রচার করা যাবে।

তবে কোনো প্রার্থী পাঁচজনের অধিক সমর্থক বা আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে জনসংযোগ করতে পারবেন না। এছাড়া জনসংযোগে কোনোভাবেই পথসভা, মিছিল বা জনসভায় রূপান্তর করা যাবে না। এক্ষেত্রে জনসংযোগের সংজ্ঞায় বলা হয়েছে- জনসংযোগ অর্থ কোনো প্রার্থী কর্তৃক সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে যোগাযোগ, সাক্ষাত বা পরিচিত হওয়া কিংবা ভোটারদের মাঝে লিফলেটসহ নির্বাচনী প্রচারপত্র বিতরণকে বুঝাবে।

অন্যদিকে, বিধিমালায় ৫(ক) সংযোজন করার প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে প্রথমবারের মতো কোনো নির্বাচনে ডিজিটাল মাধ্যমে প্রচারের বিধান আনার কথা ভাবা হচ্ছে। এক্ষেত্রে প্রস্তাবে বলা হয়েছে- বিদ্যমান নির্বাচনী আইন ও আচরণ বিধিমালা প্রতিপালন সাপেক্ষে প্রার্থীরা কিংবা তাদের নির্বাচনী এজেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচার করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থী কিংবা তার নির্বাচনী এজেন্টকে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল আইডিসহ সনাক্তকরণ তথ্যাদি রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, বিধিমালায় কিছু কিছু জায়গায় অসংগতি আছে, কিছু অস্পষ্টতা আছে, সেগুলোর বিষয়ে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছিল। তারা যে প্রস্তাব দেবে সবগুলোই যে গ্রহণ করব তাও নয়। এটা কমিশন বৈঠকে সিদ্ধান্ত হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours