গৃহকর্মী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ট্রেড ইউনিয়ন এবং গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক নামক দুটি সংগঠন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সুচিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী গৃহশ্রমিকদের সুরক্ষায় প্রণীত ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ বাস্তবায়ন না হওয়ায় দেশে একের পর এক গৃহশ্রমিকের মৃত্যু ও নির্যাতনের ঘটনা ঘটছে।
বিচারহীনতার কারণে দোষীরা বার বার গৃহশ্রমিকদের ওপর নির্যাতনের সাহস পায়। যদি এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে সেই ভয়ে আর কেউ গৃহশ্রমিকদের নির্যাতনের সাহস দেখাবে না।
জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন, জাতীয় শ্রমিক ফেডারেশনের আরিফা আখতার, কর্মজীবি নারীর শেখ শাহনাজ, বাংলাদেশ লেবার ফেডারেশনের আসমা আক্তার মুক্তি, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের নারী কমিটির সাধারণ সম্পাদক মৌসুমী নিশাত শিমুল, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আমেনা বেগম প্রমুখ।
+ There are no comments
Add yours