চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪৮ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে নগরের ১১৬ জন এবং ৩২ জন বিভিন্ন উপজেলার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি একুশে পত্রিকাকে এসব তথ্য জানান।
তিনি জানান, বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে নগরের ১৫ জন ও বিভিন্ন উপজেলার ১৪ জন রয়েছে।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৭০ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের পজিটিভ । তাদের মধ্যে ২০ জন নগরের ও ২ জন উপজেলার।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ পজিটিভ। তাদের মধ্যে ৩৬ জন নগরের ও ৩ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৭ জন শনাক্ত। তাদের মধ্যে ৬ জন নগরের ও একজন উপজেলার।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বুধবার চট্টগ্রামের ৯ জনের নমুনা পরীক্ষায় ২ জন শনাক্ত।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১১ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২০ জন নগরের ও ২ জন উপজেলার বাসিন্দা।
শেভরণ ল্যাবে ১০০ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের শনাক্ত তাদের মধ্যে ১৯ জন নগরের ও ৮ জন উপজেলার।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩২ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ২, বাঁশখালীর ২, পটিয়ার ২, বোয়ালখালীর ৩, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ৯, ফটিকছড়ির ১, হাটহাজারীর ৪, সীতাকুণ্ডের ১, সন্দ্বীপের ১ ও মিরসরাইয়ের ২ জন আছেন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬৩ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৭৪০ জন করোনা রোগী।
এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ৩৪৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৯ হাজার ২৯৫ জন নগরের ও ৪ হাজার ৫১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৬ জন; এর মধ্যে ১৫৯ জন নগরের ও ৬৭ জন উপজেলার বাসিন্দা।
+ There are no comments
Add yours