কামাল পারভেজ অভি ও নুরুল আবছার নূরী- ফটিকছড়ি
মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে ভূমি ও গৃহহীন আরও ২৬ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ভূমি ও ঘর হস্তান্তর করা হয়েছে।
গতকাল সোমবার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দকৃত ভূমিতে নির্মাণ সম্পন্ন ২৬টি বসতঘরের চাবি ও দলিল এলাকার ভূমি ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেন ফটিকছড়ির সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ারুল আজিমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জিসান বিন মাজেদ,ফটিকছড়ি থানার ওসি মো: রবিউল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন,উপজেলা প্রকৌশলী মো: হেদায়েত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবুল হোসেন ও উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন।
শুরুতে স্বাগত বক্তব্য দেন, পাইন্দং ইউপি চেয়ারম্যান একে এম ছরওয়ার হোসেন স্বপন।
এসনয় আওয়ামীলীগ নেতা মো: মোর্শেদ,তছলিম বিন জহুর, মো: আবদুল মালেক ও উপজেলা তরিকত নেতা আলমগীর আলম উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে প্রধান অতিথি ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যদেরকে জায়গা ও ঘরের কবুলিয়ত,কম্বল ও গাছের ছাড়া প্রদান করেন।
একই দিন দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নে এলজিইডি বাস্তবায়িত ৬টি এবং ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের ৩টি সহ আরও মোট ৯ টি প্রকল্প কাজের ও শুভ উদ্ভোধন করেন সংসদ।
+ There are no comments
Add yours