নওগাঁ-২ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার শপথ নিয়েছেন।
আজ (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে তিনি শপথবাক্য পাঠ করেন। শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেন।
যে ৪৮ জন মনোনয়ন পেয়েছেন তারা হলেন-
- রেজিয়া ইসলাম – পঞ্চগড়
- দ্রৌপদী বেবি আগরওয়াল- ঠাকুরগাঁও
- আশিকা সুলতানা- নীলফামারী
- রোকেয়া সুলতানা – জয়পুরহাট
- কোহেলী কুদ্দুস – নাটোর
- জারা জাবীন মাহবুব – চাঁপাইনবাবগঞ্জ
- রুনু রেজা- খুলনা
- ফরিদা আক্তার বানু- বাগেরহাট
- মোসা. ফারজানা সুমি – বরগুনা
- খালেদা বাহার – ভোলা
- নাজনীন নাহার রশীদ – পটুয়াখালী
- ফরিদা ইয়াসমিন- নরসিংদী
- উম্মি ফারজানা ছাত্তার – ময়মনসিংহ
- নাদিয়া বিনতে আমিন – নেত্রকোনা
- মাহফুজা সুলতানা -জয়পুরহাট
- পারভীন জামান – ঝিনাইদহ
- আরোমা দত্ত -কুমিল্লা
- লায়লা পারভীন -সাতক্ষীরা
- মন্নুজান সুফিয়ান – খুলনা
- বেদৌরা আহমেদ সালাম – গোপালগঞ্জ
- শবনম জাহান -ঢাকা
- পারুল আক্তার -ঢাকা
- সাবেরা বেগম– ঢাকা
- শাম্মী আহমেদ – বরিশাল
- নাহিদ ইজাহার খান- ঢাকা
- ঝর্না হাসান- ফরিদপুর
- ফজিলাতুন নেসা – মুন্সীগঞ্জ
- সাহিদা তারেখ -ঢাকা
- অনিমা মুক্তি গোমেজ – ঢাকা
- শেখ আনার কলি -ঢাকা
- মাসুদা সিদ্দিক রোজী – নরসিংদী
- তারানা হালিম- টাঙ্গাইল
- বেগম শামসুন নাহার- টাঙ্গাইল
- মেহের আফরোজ – গাজীপুর
- অপরাজিতা হক- টাঙ্গাইল
- হাছিনা বারী চৌধুরী- ঢাকা
- নাজমা আকতার- গোপালগঞ্জ
- রুমা চক্রবর্তী-সিলেট
- ফরিদুন্নাহার লাইলী – লক্ষ্মীপুর
- আশ্রাফুন নেছা- লক্ষ্মীপুর
- কানন আরা বেগম – নোয়াখালী
- শামীমা হারুন- চট্টগ্রাম
- ফরিদা খানম – নোয়াখালী
- দিলোয়ারা ইউসুফ- চট্টগ্রাম
- ওয়াসিকা আয়েশা খান – চট্টগ্রাম
- জ্বরতী তঞ্চঙ্গ্যা- রাঙামাটি
- সানজিদা খানম – ঢাকা
- মোছা. নাসিমা জামান – রংপুর
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ২২৩টি আসনে জয় পায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) জয় পেয়েছে ১১ আসনে এবং আওয়ামী লীগের পদধারী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৬২ আসনে জয় পেয়েছেন।
এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি করে দুটি আসনে জয়ী হয়েছে। আর বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে ১টিতে।
+ There are no comments
Add yours