মিলটন ওয়াদাদার কক্সবাজার সদর
কক্সবাজার ভেজাল, অনুমোদনহীন ওষুধের মজুদ ও বিক্রির বিরুদ্ধে র্যাব-১৫,এর ভাম্যমান আদালত মঙ্গলবার সকালে শুরু হওয়া শহরের হাসপাতাল সড়কস্থ-আর.আর ফার্মেসী, রামু প্লাস, প্রেসক্রিপশন ফার্মেসীসহ ৭ফার্মেসীকে ৪লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে নেতৃত্বে দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এবং র্যাব-১৫,এর সহকারী পরিচালক মিডিয়া আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসব ফার্মেসী থেকে ১০লক্ষ টাকার উত্তীর্ণ ঔষুধ জব্দ করা হয়, যা পরবর্তীতে ধ্বংস করার নির্দেশ দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কক্সবাজার ঔষুধ প্রশাসনের কর্মকর্তা জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষুধ সেবনের পর দীর্ঘ মেয়াদী সমস্যা নিয়ে ভুগতেন রোগীরা। এসব ঔষুধ বিক্রয়কে ঘিরে কক্সবাজার গড়ে উঠেছে একটি চক্র। তাদের বিরুদ্ধে কঠোর দমনে নেমেছে প্রশাসন।
+ There are no comments
Add yours