মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নৌকায় করে বাংলাদেশে এসেছেন এক রোহিঙ্গা নারীসহ পাঁচজন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসে পৌঁছান তারা। শাহপরীর দ্বীপের স্থানীয় বাসিন্দা মো. মাসুদ মির্জা বলেন, বিকেলে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছে।
সেখানে নৌকার মাঝিসহ পাঁচজন ছিলেন। এদের মধ্যে গুলিবিদ্ধ এক নারী রয়েছেন। শুনেছি তারা নাকি চিকিৎসার উদ্দেশে এসেছেন।
শাহপরীর দ্বীপ জেটিতে মাছ ধরতে যাওয়া স্থানীয় যুবক রুবেল বলেন, আমরা জেটিতে বড়শি দিয়ে মাছ ধরছিলাম। এমন সময় একটি নৌকা জেটি ঘাটে এসে পৌঁছে। নৌকায় একজনকে শুয়ে রাখা হয়েছে।
শুনেছি তিনি গুলিবিদ্ধ রোহিঙ্গা নারী। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেখানে পৌঁছে নৌকাটি ঘিরে রাখে। এ বিষয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি। তবে সেখানের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, নৌকাটি ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।
+ There are no comments
Add yours