নানা ঘটনার মধ্য দিয়ে সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ ও ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়।
বিতর্কিত টস কাণ্ডের জন্য টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠান সেদিন বিঘ্নিত হয়। সফরকারী ভারত চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে পরদিন দেশে চলে যায়। স্বাগতিক বাংলাদেশকে একই ধরনের আরেকটি চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করবে সাফ। সেটি আগামীকাল বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে তুলে দেওয়া হবে।
বিতর্ক আর উত্তেজনায় সময় ক্ষেপণ হওয়ায় ফাইনালের দিন ম্যাচসেরা বা টুর্নামেন্ট সেরার পুরস্কার দেওয়া হয়নি। কাল ট্রফির পাশাপাশি এসব পুরস্কারও দেওয়া হবে। টুর্নামেন্টের দু’টি ব্যক্তিগত পুরস্কার পাচ্ছে বাংলাদেশ।
গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশের ফরোয়ার্ড সাগরিকা একই সঙ্গে টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাচ্ছেন।
নারী ফুটবলে উঠতি তারকা হিসেবে এখনই শোরগোল ফেলে দিয়েছেন সাগরিকা। সাফ অ-১৭ টুর্নামেন্টেও গোল রয়েছে তার। এবার অ-১৯ টুর্নামেন্টে হলেন সেরা খেলোয়াড়।
+ There are no comments
Add yours