পর্যটন শহরে টমটম চালকদের ধর্মঘট;ভোগান্তি পথচারীদের

Estimated read time 0 min read
Ad1

মিলটন ওয়াদাদার কক্সবাজার সদর

কক্সবাজার শহরে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে টমটম চালকরা। পৌরসভার কর্তৃক নতুনভাবে দেওয়া লাইসেন্স থাকা সত্ত্বেও ট্রাফিক পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে টমটম মালিক চালকদের বিভিন্ন সংগঠন বুধবার (১৭ফেব্রুয়ারী)ভোর সকাল থেকে ধর্মঘট পালন করছে।
বুধবার সকালে শহরের লালদীঘিপাড়, বাজারঘাটা, বার্মিজ মার্কেট ও কালুরদোকান এলাকা ঘুরে দেখা যায়,ভোর সকাল থেকে সড়কে একটিও টমটম নেই। গুটি কয়েক যারা টমটম নিয়ে নেমেছিল মোড়ে মোড়ে চালকেরা তাদের না চালানোর জন্য বাঁধা দিতে দেখা গেছে।এসময় বিক্ষোভ করতেও দেখা যায় তাদের।
অবরোধ পালনকারী টমটম চালকরা জানান, লাইসেন্স প্রতি ৮০হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত নিয়ে পৌরসভা নতুনভাবে ৫০০টমটমের লাইসেন্স দেওয়া হয়। পৌরসভার দেওয়া এসব লাইসেন্স জেলা প্রশাসক ও ট্রাফিক পুলিশের অনুমোদন না থাকায় টমটম রাস্তায় চালাতে গিয়ে ঘটে বিপত্তি ও ধরপাকড় শুরু হয়।
টাকা দিয়ে লাইসেন্স নিয়েও রাস্তায় টমটম ধরা হচ্ছে, ইতিমধ্যে গত ৭দিনে ৩০০টি টমটম জব্দ
করেছে। তাই নিরুপায় হয়ে টমটমের চালক ও
মালিকরা ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours