২০২৪ সালের জানুয়ারি মাসের বেতন না পাওয়ায় ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লালমনিরহাট সেকশনের রানিং স্টাফরা।
তবে রাতের শেষ সময়ে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে সেই সিদ্ধান্ত থেকে একদিনের জন্য সরে এসেছে রানিং স্টাফরা। কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) লালমনিরহাট সেকশনের রানিং স্টাফ পরিশোধ করবে রেলওয়ে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের (লালমনিরহাট) সাধারণ সম্পাদক মো. আবু রায়হান।
তিনি বলেন, আমরা ১৯ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার মধ্যে আমাদের জানুয়ারি মাসের বেতন পরিশোধ করবেন। যদি না করেন তবে ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিট (২১ ফেব্রুয়ারি) থেকে আমরা কর্ম বিরতিতে যাব। এর আগে ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লালমনিরহাট সেকশনের রানিং স্টাফরা কর্মবিরতি যাবে বলে ঘোষণা দেন।
+ There are no comments
Add yours