
মোঃ শিপন হোসেন (চট্টগ্রাম) : ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভেলুয়ার দিঘী সমাজের সাবেক কার্যকরি সদস্য মোঃ রাসেলের উদ্যোগে মাদরাসার ছাত্র সহ, গরীব,অসহায় ও দুস্থ প্রায় ৭০০ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
গত ২১ ফেব্রুয়ারী হামদুমিয়া কন্ট্রাক্টরের বাড়ী বাদ এশা হইতে প্রথমেই কোরআন তিলাওয়াত, মিলাদ ও ২১ ফেব্রুয়ারী ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এসময় রাসেল বলেন বিভিন্ন দিবসকে কেন্দ্র করে আমি আমার এলাকার অসহায় ও দুস্থ মানুষকে নিয়ে বিভিন্ন সময়ে নানা রকমের কার্যক্রম করে থাকি, এই সব মানুষের জন্য কাজ করলে নিজের ভিতর থেকে একটা তৃপ্তি অনুভব হয়।
আমার মত যদি বিত্তশালীরা এই সকল দিবসে মানুষের জন্য কাজ করে তাহলে সমাজের নিম্নবিত্ত মানুষেরা উপকৃত হবে। ভবিষ্যতে যেন সমাজের মানুষের জন্য আরো বড় পরিসরে আয়োজন করতে পারি সেই জন্য সকলের কাছে দোয়া চাই। এসময় আরো উপস্থিত ছিলেন ভেলুয়ার দিঘী সমাজের সাবেক অর্থ সম্পাদক মোঃ এসকান্দার মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ হানিফ মিয়া সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours