মুহাম্মদ ফরিদ উদ্দীন সাতকানিয়া চন্দনাইশ প্রতিনিধি: অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১১.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা এলাকায় অনুমতি ব্যতীত পুকুর খনন ও বানিজ্যিক উদ্দেশ্যে ট্রাকে করে মাটি পরিবহন করে ধুলা বালি দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত নেছার আহমদ, পিতা- ছিদ্দিক আহমদ, চেয়ারম্যান বাড়ি, ছোট ঢেমশা, ছদাহা, সাতকানিয়া, চট্টগ্রাম কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জারিমানা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। আজ সকাল থেকে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে নিষিদ্ধ স্থানে ইটভাটা স্থাপন ও ইট পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় এসএবি ইটভাটার ম্যনেজার কিরণ সিকদার, পিতাঃ হৃদয় রঞ্জন সিকদার, গ্রামঃ ফতেয়াবাদ, হাটহাজারী, চট্টগ্রামকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে লাইসেন্স ব্যতীত ইটভাটা স্থাপনের অপরাধে একই আইনের আওতায় এলএবি ইটভাটার ম্যানেজার মোঃ জহির, পিতাঃ নছির আহমদ, গ্রামঃ হালুয়াঘোনা, সাতকানিয়া, চট্টগ্রাম এবং একই অপরাধে একই আইনের আওতায় এইচএবি ইটভাটা ম্যানেজার ফজলুল কাদের, পিতাঃ মোঃ ইসমাইল, গ্রামঃ ছনখোলা, সাতকানিয়া, চট্টগ্রামকে ০১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্ত আসামিদের চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের নিমিত্ত সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অবৈধ ইটভাটাগুলির চুল্লীতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইট পোড়ানো বন্ধ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস, সাতকানিয়ার সিনিয়র স্টেশন অফিসার, পুলিশের এসআই ছালামত ও তাদের টিম এবং উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।
+ There are no comments
Add yours