ফুটওভার ব্রিজ হকার মুক্ত করলেন এমপি

Estimated read time 1 min read
Ad1

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফুটওভার ব্রিজ হকার মুক্ত করলেন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নিজে দাঁড়িয়ে থেকে হকার মুক্ত করেন।

এ সময় সঙ্গে ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ ও সাংবাদিকসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় প্রতি বছর সড়ক পারাপারে সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ মারা যান। এ নিয়ে সোনারগাঁবাসী ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি তোলেন। ২০০৮ সালে আব্দুল্লাহ আল কায়সার নির্বাচিত হওয়ার পর ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। ২০০৯ সালে নির্মাণ কাজ শুরু হওয়ার পর সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধন করেন। ফুটওভার ব্রিজ উদ্বোধনের পর থেকে ব্রিজটি হকার ও ভিক্ষুকদের দখলে চলে যায়। ফলে সাধারণ পথচারী পারাপার হতে গিয়ে বিভিন্ন বিড়ম্বনায় পড়েন। এ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও কোনো প্রতিকার পায়নি পথচারীরা।

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার বলেন, দু’একজনের জন্য কয়েকহাজার মানুষের ভোগান্তি সহ্য করা হবে না। কোনো হকার পুনরায় ফুটওভার ব্রিজে বসে ব্যবসা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours