দেশে তৈরি গহনা বিদেশে রপ্তানি করার লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়।
শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বাজুস চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রতিটি জেলা উপজেলায় আমাদের সংগঠনের বিস্তৃতি লাভ করছে। এ সংগঠন আমাদের প্রাণ।
এ সংগঠন আরও ঢেলে সাজিয়ে এগিয়ে যেতে চাই। বাংলাদেশ বসেই যেন আমরা কাঁচা সোনা পাই, পরিবহনেরসহ দুর্ভোগ সেটি যেন লাঘব হয়, সে বিষয়ে আমরা সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন সভা সেমিনারে আলোচনা করেছি। দেশের জুয়েলারি শিল্প উন্নয়নের রূপকার, শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।
বাজুস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে ও বাজুস চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহার সঞ্চালনায় এ সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বগুড়া জেলা আহ্বায়ক রিপনুল হাসান রিপন, সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, আলহাজ্ব মুজিবুর রহমান, সহ সম্পাদক মো. ইমরান চৌধুরী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা বাজুসের নেতারা।
+ There are no comments
Add yours