বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে জমজম স্পিনিং মিলস কারখানার এ বিক্ষোভ ও অবরোধ করেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় জমজম স্পিনিং মিলস কারখানার শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। তাদের দাবি সরকারের নির্ধারিত বেতন ভাতা পরিশোধ করতে হবে। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে পরিস্থিতি এবং যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিক বিক্ষোভের কারণে প্রায় আধা ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
+ There are no comments
Add yours