জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাজিপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষকদের অবরোধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে ওই কেন্দ্রে অনৈতিক সুবিধা না দেয়ার জন্য পরীক্ষার্থীও তাদের অভিভাবকরা কক্ষের প্রত্যবেক্ষকদের অবরোধ করে রাখেন।
অবরোদ্ধ শিক্ষক ও প্রত্যবেক্ষকরা হলেন, মো: রুবেল মিয়া, রাকিবুল বারী, রেহেনা সুলতানা, লাবন্য ও সজল মিয়া।এ ব্যাপারে খাসহাসিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের হলসুপার মো.রফিকুল ইসলাম বলেন, হাজিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইউনিয়নের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেন। এখানে হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও হাজিপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ভেনু কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিল।
তাদের অনৈতিক সুবিধা না দিতে চাইলে পরীক্ষা শেষে পরীক্ষার্থী ও তাদের অভিভাবক এবং বহিরাগতরা কক্ষ প্রত্যবেক্ষকদের উপর হামলা চালায়। এতেও ক্ষান্ত না হয়ে তাদের অবরোধ করে রাখা হয়। এক পর্যায় কেন্দ্রের হলসুপার রফিকুল ইসলামকে এ অনৈতিক কাজের বিরোধীতা করলে তাকেও শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অবরোধ করে ফেলে।
পরে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন্নাহার পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যার্থ হলে প্রথমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসকে অবহিত করলে তিনি জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারকে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ব্যাপারে জামালপু সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, হলসুপার ও কেন্দ্রের প্রত্যবেক্ষকদের অবরোধের কথা শুনে ওখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেকে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।
এ বিষয়ে কোন লিখিত অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ওই কেন্দ্রে সুষ্ঠভাবে পরীক্ষা অনুষ্ঠিতের লক্ষে ও নিরাপত্তার জন্য পরীক্ষা চলাকালীনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ার জন্য দাবি জানিয়ে কেন্দ্রের হলসুপার মো. রফিকুল ইসলাম মন্ত্রনালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে লিখত আবেদন করেছেন বলে জানাগেছে।
+ There are no comments
Add yours