
এক সপ্তাহ আগে আড়তে যে লেবু ৫-৭ টাকা বিক্রি হয়েছিল তা এখন ১২-১৩ টাকা। দাম বাড়লো প্রায় দ্বিগুণ।
সোমবার (১১ মার্চ) সকালে স্টেশন রোডের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র দেখা গেছে।
মেম্বার বাণিজ্যালয়ের বিক্রেতা হাবিব জানান, খাগড়াছড়ি, বান্দরবানের বাগান থেকে বেশি দামে লেবু কিনতে হয়েছে।পাইকারিতে প্রতি শ লেবুতে ২০০ টাকা বেড়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক আনিছুর রহমান ও নাসরিন আকতার। ফয়েজ উল্লাহ বলেন, মূল্য তালিকা নেই। ফলে একেক সময় একেক দামে বিক্রি করে। বাগান থেকে লেবু কেনার রশিদ নেই। ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
+ There are no comments
Add yours