কুড়িগ্রাম সড়কে গত এক বছরে আড়াই কোটি টাকা জরিমানা

Estimated read time 1 min read
Ad1

কুড়িগ্রাম সড়কে ৮ হাজার ৪৮০টি বিভিন্ন যানবাহনকে মামলা দেওয়া হয়েছে। এসব মামলার নিষ্পত্তি হয়েছে ৮ হাজার ৩৫০টি। এতে জরিমানা আদায় করা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।

মঙ্গলবার (১২ মার্চ) কুড়িগ্রাম ট্রাফিক অফিস সূত্রে এ তথ্য জানাগেছে। কুড়িগ্রাম ট্রাফিক পুলিশ অফিস সূত্র জানায়, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত জেলায় ৮ হাজার ৪৮০টি বিভিন্ন যানবাহনের ওপর মামলা করা হয়েছে। এসব মামলায় জরিমানা করা হয়েছে ২ কোটি ৫১ লাখ টাকা। এ ছাড়া ৪৬৫ জন রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। এসব গাড়ির চালকরা পুলিশের কথায় উদ্বুদ্ধ হয়ে গাড়ির রেজিস্ট্রেশন করেছেন।

যার ফলে প্রায় ৫১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। অপর দিকে এলাকায় সচেতনতা বাড়াতে জেলায় প্রায় ১০৫টি জনসচেতনতামূলক সভা করেছে ট্রাফিক পুলিশ বিভাগ। জেলা ট্রাফিক ইন্সপেক্টর বানিউল আনাম বলেন, কুড়িগ্রামের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা সড়কে কাজ করে চলেছি। সকলেই সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলে তা নিয়ে আমরা কাজ করছি। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়ি যেন সড়কে চলতে না পারে বিষয়টি নিশ্চিত করছি। কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ ব্যস্তবায়নে আমরা কাজ করে চলেছি। মালিক শ্রমিক ইউনিয়ন, পেশাদার মোটরযান চালক স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীসহ পথচারী জনসাধারণ নিয়ে বিভিন্ন সময়ে আমরা সচেতনতামূলক সভার আয়োজন করেছি। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়ি যেন সড়কে না চলে এ নিয়ে আমরা কাজ করছি।

ইউনুস আলী

কুড়িগ্রাম প্রতিনিধি

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours