চট্টগ্রামে শিক্ষার্থীর মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম নগরীতে এক শিক্ষার্থীর মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আলতাফ হোসেন (২৪), মিসবাহ (২০) ও মো.কামাল হোসেন চৌকিদার।

মঙ্গলবার কোতোয়ালি থানাধীন কদমতলী ফিলিং স্টেশনের সামনে সিআরবি শিরীষতলা প্রবেশের পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, মামলার বাদী রায়হান উদ্দিন (২২) একজন শিক্ষার্থী। বাদী তার দাখিল এবং আলিম সার্টিফিকেট সংশোধনের কপি ঢাকা হতে সংগ্রহ করে ১০ মার্চ ভোর ৪টার দি‌কে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর কিছুক্ষণ রেলওয়ে স্টেশনে অপেক্ষা করেন।

পরবর্তীতে তিনি রেলওয়ে স্টেশন হতে হেঁটে ডবলমুরিং থানাধীন বায়তুশ শরফ আদর্শ কামিল (এম.এ) মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা করেন।

১১ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে কোতোয়ালি থানাধীন কদমতলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছানো মাত্রই অজ্ঞাতনামা ২/৩ জন বাদীর মোবাইল এবং নগদ ৩৫০ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।  কোতোয়ালি থানার ওসি ওবায়দুল হক বলেন, আসামিদের নাম-ঠিকানা যাচাইসহ মামলার মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে তদন্ত অব্যাহত আছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours