রাজধানীসহ বিভিন্ন স্থানে সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য বিক্রি

Estimated read time 1 min read
Ad1

পবিত্র রমজান মাস উপলক্ষে বসুন্ধরা গ্রুপ তেল, ময়দা, সেমাই, হলুদ, মরিচসহ মোট ৩১টি ভোগ্যপণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি শুরু করেছে। রাজধানীর ছয়টি স্পটসহ সারা দেশের ২০টি স্থানে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। পুরো রমজানে প্রতিদিন সকাল ১০টা থেকে ইফতারের আগ পর্যন্ত সাশ্রয়ী দামে এ পণ্য বিক্রি চলবে। 

বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা বলছেন, দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে মিল গেইটের দামে পণ্যগুলো বিক্রি করা হচ্ছে। বাজারদরের চেয়ে সাশ্রয়ী মূল্যে এসব নিত্যপণ্য পেয়ে স্বস্তির কথা জানিয়েছেন সাধারণ ভোক্তারা।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন ফটকের সামনের সড়কে ট্রাকে করে এই পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান।  

‘বসুন্ধরার পণ্য, ভোক্তার জন্য’ স্লোগানকে সামনে রেখে ‘ট্রাক সেল’র মাধ্যমে সাশ্রয়ী দামে নিত্যপণ্যগুলো বিক্রি করছে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় গত বছর শুরু করা আমাদের এই কার্যক্রম আরও ব্যাপকতার সঙ্গে এই পবিত্র রমজান মাসেও আমরা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। সামনের বছর আমরা দেশজুড়ে ৬৪টি জেলায় সাশ্রয়ী মূল্যে ‘ট্রাক সেল’ কার্যক্রম চালু করতে পারবো বলে আশা রাখি।  

উদ্বোধন শেষে সাফিয়াত সোবহান নিজেই কিছু পণ্য ক্রয় করেন এবং উপস্থিত জনসাধারণের মাঝে বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের (সেক্টর-এ) চিফ হিউম্যান রিসোর্স অফিসার ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, বসুন্ধরা গ্রুপের (সেক্টর-এ) ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং সিওও এম এম জসীম উদ্দিন, বসুন্ধরা গ্রুপের (সেক্টর-এ) সাপ্লাই চেইন ডিভিশনসের সিওও আব্দুস শুক্কুর, বসুন্ধরা ফুড ডিভিশনসের চিফ ফিন্যান্সিয়াল অফিসার বেলাল হোসেন, বসুন্ধরা গ্রুপের (সেক্টর-এ) প্ল্যানিং এবং পাবলিক রিলেশনসের হেড অব স্ট্র্যাটেজি জাকারিয়া জালাল প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours