
একুশ এখন তীব্র শব্দে মাইকে বাজানো আবেগী গান
রক্তে রাঙ্গানো আমার ভাইয়ের ভাষার জন্য দেয়া প্রাণ
একুশ আমার সর্ব প্রকাশের শক্তির উত্থান
প্রথম শেখা মায়ের মুখে সেই শব্দের উজান
একুশ এখন দিবস ভারে স্মরণীয় ভীষণ
সারা বিশ্বের লেখনীতে তোলা ভাষার সম্মান
একুশ আমার অদেখা এক জয়ের গল্প গ্রন্থে
উত্তাল সেই রাজপথ আর বিজয় শেষ প্রান্তে
একুশ সে’তো ইতিহাস এক ত্যাগের মহান
কে পারে এমন কথার তরে বিলিয়ে দিতে জান
একুশ আমার আভাসে ছুটা লেখনীর শোভন
চোখ জুড়ানো অক্ষরগুলির বড় মধুর শ্রবণ
একুশ এইতো বাংলা আমার বলার সজীবতা
একুশ আমার অহংকার এক বাধাহীন স্বাধীনতা।।
+ There are no comments
Add yours