
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪। এর উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন ১৬হাজার ৭শত ৯৬ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি আনারস প্রতিক নিয়ে ২৮হাজার ৩শত ১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, কাপ পিরিচ প্রতিক নিয়ে ১১হাজার ৫শত ১৬ ভোট পেয়েছেন। এদিকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে নলকূপ প্রতিক নিয়ে মোঃ জাহিদ আনোয়ার পলাশ ২হাজার ১শত ৯৬ বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি নলকূপ প্রতিক নিয়ে মোট ২৪হাজার ৩শত ১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আবু হোসাইন সিদ্দিক রানা, তালা প্রতিক নিয়ে ২২হাজার ১শত ২০ ভোট পেয়েছে। আজ বুধবার (৮ মে) সকাল ৮টা হতে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহন। ভোট গণনা শেষে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।
+ There are no comments
Add yours