আবদুল হান্নান হীরা (চট্টগ্রাম): মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আজকের শিক্ষার্থীদের সু-শিক্ষায় সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরো দায়িত্বশীল হতে হবে। ৪৫ মিনিটের পাঠ দানের মধ্যে যদি শিক্ষকগণ ২০ মিনিট মোবাইল ফোনে ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে শিক্ষার্থীদের পাঠদানে বেঘাত ঘটে।
শিক্ষকদের কে ক্লাসে আরো মনোযোগী হতে হবে। বর্তমান সরকার শিক্ষার মান-উন্নয়নে নতুন কারিকুলাম চালু করেছে এর সুফল এবং কুফল বিবেচনা করে পাঠদান করতে হবে। শিক্ষকদেরও আরো বেশি বেশি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। শিক্ষা জাতির মেরুদন্ড তাই শিক্ষক সমাজ সেই মেরুদন্ডের কারিগর। শিক্ষার্থীদের যুগউপযোগী শিক্ষার পাঠদান শ্রেণি কক্ষেই শেষ করতে হবে। শিক্ষকদের ন্যায্য দাবী-দাবা আদায়ে শিক্ষকদের একটি শক্তিশালী সংগঠনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ শিক্ষক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অদ্য ১০ মে বেলা ১১ টায় পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি পাহাড়তলী শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ জহুরুল আলম জসিম উপরোক্ত কথাগুলো বলেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতি পাহাড়তলী শাখার সভাপতি মৃনাল কান্তি দাশের সভাপতিত্বে ও মোঃ মিজানুল হাছান চৌধুরীর পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন শিক্ষক প্রশিক্ষক লেখক ও গবেষক ড. শামসুদ্দিন শিশির, প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি নুরুল হক সিদ্দীকি, সাধারণ সম্পাদক আ.ক.ম শহিদুল্লাহ মানিক, পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল করিম।
অনুষ্ঠানে পাহাড়তলী অঞ্চলে শিক্ষার মান-উন্নয়নে ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদান রাখায় ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম কে, সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রয়াত প্রদীপ কানুনগো, আঞ্চলিক শাখার প্রাক্তন সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমরেড সুনীল চক্রবর্ত্তীকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত পাঠ করেন টিপিপি কলোনী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জয়নুল আবেদীন।
অনুষ্ঠানের ২য় পর্বে প্রাণহরি আমিন একাডেমী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম নেয়াজ কে সভাপতি, কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সৈয়দ মামুনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি পাহাড়তলী থানার নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রস্তাবিত নতুন কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি রূপন কান্তি বাল, মোঃ জাকের, মেরি দত্ত, তাসলিমা সুলতানা, নার্গিস আক্তার, ওমর ফারুক, শাহ মোঃ ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন মহাজন, প্রতীক ধর, সাংগঠনিক সম্পাদক মিনু রানী দেবী, অর্থ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আল-আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুল হাছান চৌধুরী, শিক্ষা ও গবেষণা সম্পাদক মৌসুমী দাশ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মেহের আফরোজ, মহিলা সম্পাদিকা প্রিয়াংকা চৌধুরী জুলি।
+ There are no comments
Add yours