মেহেরপুরে ছয় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংমহল ক্যাম্প।
আটকরা হলেন-গাংনী উপজেলার রংমহল গ্রামের আলম শেখের ছেলে শাহারুল ইসলাম (৩৩) ও একই গ্রামের আব্দুল গনির ছেলে মিজানুর রহমান (৩০)।
শনিবার (১১ এপ্রিল) সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ভারতীয় সীমান্তের আন্তর্জাতিক ১৩৭/৪ এস পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে একটি ঘাসের জমিত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বস্তায় প্যাকেট অবস্থায় পাঁচ কেজি আটশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
৪৭ বিজিবির রংমহল ক্যাম্পের কমান্ডার হাবিলদার মোহা. রবিউল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা হয়েছে। আসামিদের দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
+ There are no comments
Add yours