দাবি আদায় না হলে গণঅনশনের ঘোষণা ৩৫ প্রত্যাশীদের

Estimated read time 0 min read
Ad1

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি আদায় না হলে আজ থেকে গণঅনশনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া বিভাগ পর্যায়ে মানববন্ধন কর্মসূচি চালু রাখার ঘোষণা দিয়েছে তারা।

শনিবার (১১ মে) রাতে আন্দোলনের অন্যতম সংগঠক খাদিজা খাতুন মুক্তার দেওয়া এক বার্তায় এই তথ্য জানা যায়।

এর আগে শাহবাগে রাস্তা অবরোধ করতে গেলে আন্দোলনকারীদের অন্তত ১৪ জনকে আটক করে পুলিশ। এছাড়া দুজন অসুস্থ হয়ে পড়ে।

খাদিজা খাতুন বলেন, আটককৃতদের ছেড়ে দিতে হবে এবং দাবির পক্ষে সরকারি সিদ্ধান্ত আসতে হবে। নইলে আমরা রাজু ভাস্কর্যের সামনে গণঅনশন করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মাঠে থাকবে।

আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ করেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমম্বয় পরিষদ। পরে বেলা আড়াইটায় গণভবন অভিমুখে পদযাত্রার সিদ্ধান্ত নেন তারা।

বিকেল সাড়ে তিনটায় পুলিশের ব্যারিকেড এড়িয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। তবে পুলিশের হস্তক্ষেপে তাদের অবস্থান সঙ্গে সঙ্গেই ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours